Skip to content

ডিপসিক কি? বাংলাদেশ থেকে ডিপসিক ব্যবহার করার নিয়ম

  • by

ডিপসিক কি? ডিপসিক (DeepSeek) হলো চীনের তৈরি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্টার্টআপ, যা সম্প্রতি প্রযুক্তি জগতে সাড়া জাগিয়েছে। কম সময়ে মধ্যে এই Ai খুব জনপ্রিয় পেয়েছে আমেরিকায়। ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে বিদায় সবাই এটাকে জনপ্রিয় করেছে। ফ্রী সফটওয়্যার ডাউনলোডে সবার ওপরে ওঠে এসেছে DeepSeek ai.

আমরা জানি চীন সব কিছু কপি করতে পারে, শেষমেশ Chatgpt মতো Ai কে ও পিছি ফেলে দিয়েছে।অনেক বিশেষজ্ঞ মনে করতেছে এই ai চীনের ব্যবসা ক্ষেত্রে বড় বিপ্লব আনবে যা নতুন যুগের সূচনা।কিছু দিন চীন সফল ভাবে ৬ষ্ট প্রজম্নের যুদ্ধ বিমান সফল ভাবে পরীক্ষা সম্পন্ন করেছে এটাতে সম্পন্ন ai ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে এটাতে ডিপসিক এরও অনেক বড় অবদান রেখেছে।

ডিপসিকের AI মডেলগুলো বিশেষভাবে প্রশিক্ষিত, যা কম খরচে কার্যকর সমাধান করতে সক্ষম।সর্বশেষ সংস্করণ ডিপসিক-R1 নির্দিষ্ট কাজের ক্ষেত্রে ওপেনএআই চাইতে ২০ থেকে ৫০ গুণ সাশ্রয়ী কাজ করতে সক্ষম।

চীনের AI ইন্ডাস্ট্রিতে বড় প্রভাব পড়বে, এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে Ai ব্যবহৃত হয় না।

কীভাবে বাংলাদেশে ডিপসিক ব্যবহার করবেন??

DeepSeek শুধুমাত্র iOS সিস্টেম ব্যবহার করা যায়। ডিপসিকের অ্যাপল অ্যাপ পাওয়া যাচ্ছে । আমরা বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহারকার করে থাকি, যারা আইপোন ব্যবহার করে তার শুধুমাত্র এই সফটওয়্যার ব্যবহার করতে পারতো। এটি জনপ্রিয় হওয়ার কারণে তাড়াতাড়ি গুগল প্লে স্টোরেও চলে এসেছে।

বাংলাদেশ থেকে ডিপসিক ব্যবহার করতে হলে অ্যাপ ডাউনলোড করতে হবে।iOS ব্যবহারকারীরা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে স্মার্টফোন ব্যবহারকারিরা Play Store থেকে ডিপসিক অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

এপ্পস ডাউনলোড করার পর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা অন্যন্য সফটওয়্যার যেভাবে ব্যবহার করি এটিও সেই ভাবে ব্যবহার করতে হবে। ইমেইল বা ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে।

একাউন্ট করার পর আপনি এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। আপনি যদি অলরেডি Chatgpt ব্যবহার করেন তাহলে এটাও প্রায় সেমিলার।

DeepSeek ব্যবহার করে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর, কনটেন্ট তৈরি, গবেষণা, এবং আরও অনেক কিছু করতে পারবেন।

আমরা Chatgpt তে বাংলা সার্চ করলে চলে আসে । এটিতে ও বাংলা ভাষায় কনটেন্ট পাওয়া যাচ্ছে । অনেক ভাষাতে একনো পাওয়া সম্ভব হচ্ছে না, আস্তে আস্তে হয়তো সব ভাষাতে এটি পাওয়া যাবে।যে হারে জনপ্রিয় পাচ্ছে এই Application টি বলা যায় অতি-শিগগিরই আরেকটি জনপ্রিয় Ai Chatgpt কে পিছে ফেলে দিবে।

আরও পড়তে পারেন:

বাৎসরিক আয় বলতে কী বোঝায়?বার্ষিক আয় কেন প্রয়োজন?

ক্ষুদ্র ব্যবসার তালিকা: বাংলাদেশে শুরু করার সেরা ব্যবসার আইডিয়া

বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি

মাসিক আয় বলতে কি বুঝায়: কিভাবে পরিচালনা করবেন

২ হাজার টাকা দিয়ে কীভাবে ব্যবসা শুরু করবেন

DeepSeek Vs ChatGPT

বিষয়ডিপসিকChatGPT
উৎপত্তিচীনের একটি স্টার্টআপমার্কিন যুক্তরাষ্ট্রে OpenAI দ্বারা নির্মিত
খরচকম খরচে উন্নত পারফর্মেন্স পাওয়া যায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ( ২০-৫০ গুণ সাশ্রয়ী)তুলনামূলক বেশি খরচযুক্ত
প্রযুক্তিএনভিডিয়া H800 চিপ ব্যবহার করে তৈরি করা হয়েছে।GPT-4 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
সাফল্যমার্কিন যুক্তরাষ্ট্রে iOS অ্যাপ স্টোরে শীর্ষস্থানে ধরে রেখেছে।বিশ্বব্যাপী জনপ্রিয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায়।
ভাষাচীনা ভাষায় বিশেষভাবে দক্ষ, বিভিন্ন ভাষায় এখনো দক্ষ না।বাংলা এবং আরও অনেক ভাষায় কার্যকর, আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য আদর্শ , বিশ্বব্যাপি যে কেউ ব্যবহার করতে পারে উম্মুক্ত।

ডিপসিক কেন আলাদা? ডিপসিকের মূল বৈশিষ্ট্য হলো কম খরচে ভালো মানের পারফর্মেন্স পাওয়া যায়।Chatgpt তে আমরা বেশি ফিউচার ব্যবহার করতে পারি না কারণ এটাতে মাসিক ভিত্তিক সাবস্ক্রিপশন নিতে হয়। ডিপসিক সম্পন্ন বিনামূল্যে ব্যবহার করা যাবে। যেখানে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি সেখানে আমারা টাকা দিয়ে কেনও অন্য সফটওয়্যার ব্যবহার করবো।

chatgpt মাসিক ভিত্তিক সাবস্ক্রিপশন

তবে এটি এখনো এশিয়ার বাজারে তেমন গ্রহণযোগ্য হতে পারে নাই। চ্যাটজিপিটি কে টক্কর দিতে পারলে এশিয়ার বাজারেও ভালো সাড়া পাবে।

আমরা চাই এটি চ্যাটজিপিটির চাইতে আরও বেশি ডাটা আমাদের নির্ভুল ভাবে ব্যবহার করতে পারবো।

DeepSeek-এর মিশন এবং ভিশন

DeepSeek-এর মিশন হলো ডেটা এবং AI-এর শক্তিকে কাজে লাগিয়ে ব্যবসাকে আরও শক্তিশালী, দক্ষ করা। বর্তমান সময়ে ডেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আপনার ডেটার সাহায্যই সবাই আপনার হালচাল দেখতে পারে এবং বুঝতে পারে আমরা কি করতেছি, আমাদের কি পছন্দ ইত্যাদি।

কিছুদিন আগের ঘটনা আমার একটা আতর প্রয়োজন ছিলো, আমার এক বন্ধুর সাথে আলোচনা করতেছি কোথায় ভালো আতর পাওয়া যাবে। সে আমাকে বিভিন্ন আতর সম্পর্কে বলতেছে কোথায় ভালো আতর পাওয়া যাবে। কিছুক্ষন পর যখন আমি ফেসবুক স্কল করতেছি আতরের বিজ্ঞাপন আমার সামনে চলে এসেছে। ভাবুন তো এতো কিছু ফেসবুক জানলো কি করে?

facebook ads আতর

আমার আতর লাগবে এটা ফেসবুককে কে জানালো এই ব্যক্তির আতর লাগলো।আমাদের হাতে থাকা স্মার্টফোনটিতে
Ai মাধ্যমে ফেসবুক কে জানিয়ে দিলো।

আমাদের সব তথ্য সংগ্রহ করে থাকে স্মার্টফোন এটা পরবর্তী ai কে কাজে লাগিয়ে কাজ শুরু করে দেয়।বর্তমান সময়ে আমাদের কোন তথ্য গোপন রাখা সম্ভব না।

শুধু একবার ভাবুন আমরা যাই বলি ফেসবুক,গুগল, বিভিন্ন সোশাল মিডিয়া জেনে যায় তারা আমাদেরকে নজরে রেখেছে। তাদের পণ্য বিক্রি করার জন্য, কেউ বিজ্ঞাপন দিলে সরাসরি আমাদের সামনে নিয়ে আসে এটাই হলো AI এর পাওয়ার।

DeepSeek কী কাজে ব্যবহার করা যাবে?

ডেটা অ্যানালিটিক্স এবং ভিজ্যুয়ালাইজেশন: এইটিতে উন্নত অ্যালগরিদম এবং মেশিন লার্নিং মডেল ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করে প্রদত্ত ডেটা থেকে মূল্যবান তথ্য ব্যবহার করে ভিজ্যুয়ালাইজেশন সরঞ্জামের মাধ্যমে আমাদের কাছে তথ্য প্রদান করে।

DeepSeek AI ব্যবহার করে ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে স্বয়ংক্রিয় করে, যা সময় এবং সম্পদ বাঁচায়। কাস্টমার সার্ভিস অটোমেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, প্রেডিক্টিভ মেইনটেন্যান্স।

বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে জন্য কাজে লাগে, মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ, এবং কাস্টমার বিহেভিয়ার অ্যানালিসিস করার জন্য ব্যবহার করা হয়।

শিল্প Industry তে AI সমাধান:DeepSeek বিভিন্ন শিল্পের জন্য কাস্টমাইজড AI মডেল তৈরি করে। শিল্প-নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোকে সমাধান করে থাকে।

  • ফিনান্স: ফ্রড ডিটেকশন, রিস্ক অ্যাসেসমেন্ট, অ্যালগরিদমিক ট্রেডিং ব্যবহার করা যাবে।
  • চিকিৎসা ক্ষেত্রে: রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, রোগীর ডেটা এনালাইস করার ক্ষেত্রে ও ব্যবহার করা যাবে।
  • রিটেল: পার্সোনালাইজড মার্কেটিং, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন, কাস্টমার সেগমেন্টেশন ব্যবহার করা যাবে। ই-কমার্স কোম্পানি DeepSeek-এর মার্কেটিং টুল ব্যবহার করে সেলস বৃদ্ধি করা সম্ভব।

সর্বশেষ,

ডিপসিক হলো Ai যুগের নতুন সূচনা। আমাদের পৃথিবীর দূত পরিবর্তনশীল হচ্ছে। পৃথিবী যত পরিবর্তনশীল হচ্ছে ততই AI দিকে ঝুঁকতেছে। আমাদের অনলাইন জগতের যতই জটিল সমস্যা হচ্ছে সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্যা সমাধান করে দিচ্ছে। ডিপসিক বিভিন্ন জনের থেকে ডাটা সংগ্রহ করে তথ্য নিয়ে আমাদের কে দেখায়।

আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের কে জানাবেন আমরা আরও বিস্তারিত নিয়ে আসবো। এই পোস্টটি শেয়ার করুন যদি এটি উপকারী মনে হয়।আমাদের টেলিগ্রাম জয়েন করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *